"

নরসিংদীর দ্যুতিময় দুয়ার, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিদ্যালয় ভেন্যুতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস নিয়ে "নগদ অর্থ বিতরণ" কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। 

নরসিংদীর শিক্ষানুরাগী বিশিষ্টজন শ্রী রণজিৎ কুমার সাহার প্রয়াণ দিবসকে উপলক্ষ্য করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন প্রধান অতিথি। 

প্রধান অতিথি বলেন, অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও আমাদের সন্তান। তাদেরকে সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে আমাদেরকে বিশেষভাবে সচেষ্ট হতে হবে। তাদেরকে 'প্রতিবন্ধী' নয়, বরং 'বিশেষ চাহিদা সম্পন্ন শিশু' বিবেচনা করে তাদের প্রতি বাড়তি যত্নের হাত বাড়িয়ে দিতে হবে। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন — বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলি, রণজিৎ কুমার সাহার পরিবারের সদস্যগণ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024