|
Date: 2023-05-10 17:46:10 |
চাটখিলে সাধারণ জনগণের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা করার দায়ে দুই ব্যবসায়ীর অর্থদন্ড প্রধান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ১০ মে (বুধবার) চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে পরিচালনায় করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরানুল হক ভুইঞা। সার্বিক সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।
রাস্তায় বালু ফেলে স্কুলের ছাত্র ছাত্রী ও জনসাধারণের চলাচলের ভোগান্তি ও জনদূর্ভোগ সৃষ্টির দায়ে চাটখিল পৌরসভার হালিমা দীঘির পাড় মাশি ব্যপারি বাড়ির সামনে সোয়েল ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও চাটখিল আলিয়া মাদ্রাসা রোডে ড্রেন দখল করে ব্যবসা পরিচালনা করায় দায়ে সেলিম ট্রেডার্সকে নগদ অর্থদন্ড জরিমানা করেন।
তিনি আরো বলেন জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024