রাজশাহী মহানগর  জাতীয় যুব সংহতি'র  দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য জাতীয় যুব সংহতি রাজশাহী মহানগরের সভাপতি  সাজিদ রওশন ঈশান ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ মাহমুদুন নবী তুষার নাম ঘোষণা করা হয়েছে।


রাজশাহীর সুনামধন্য রেষ্টুরেন্ট কুকিজার চাইনিজ রেষ্টুরেন্ট এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষনা করা হয়।


দলীয় সভাপতি জি এম কাদেরের নির্দেশে এ ঘোষণা দেন সাবেক এমপি ও জাতীয় যুব সংহতির

আহবায়ক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি এইচ এম শাহরিয়ার আসিফ।  


তিনি বলেন, কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়ে মহানগর সভাপতি ঈশান কে বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দলের প্রাণ তাই দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে এবং এ কমিটির মাধ্যমে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।”


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ বাংলাদেশে লাখ লাখ বেকার যুবক কর্মসংস্থান না থাকায় বিপদগামী হয়ে পড়ছে, তাই যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি দাবি জানান। জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে জাতীয় পার্টি, মানুষের ভোটের অধিকার আদায়ে তিনি সব সময় রাজশাহীর মানুষের পাশে থাকবেন।


এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর  জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও আহবায়ক মো: সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও আহবায়ক অধ্যাপক আবুল হোসেন,রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক জাতীয় যুব সংহতি মো: ওয়াসিউর রহমান দোলন সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024