জয়পুরহাটে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। 


বুধবার (১০ মে) দুপুরে জয়পুরহাট খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। 


এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সদর উপজেলা অরুণ কুমার প্রামানিক, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, আরাফাত এগ্রো বেজ লিঃ এর ব্যবস্থাপক খালিদ হোসেন সাজ্জাদ, স্থানীয় কৃষক শ্রমিকসহ অন্যান্যরা।


চলতি বোরো মৌসুমে জেলার অভ্যন্তরীণ বাজার থেকে ৩০ টাকা কেজি দরে ৫ হাজার ৩ শত ৮৯ মে: টন ধান, ৪৪ টাকা কেজি দরে ২১ হাজার ৮ শত ৮৬ মে:টন চাল ও ৩৫ টাকা কেজি দরে ৬ শত ৮৭ মে:টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024