|
Date: 2023-05-10 20:55:06 |
আগ্নেয়াস্ত ও গুলিসহ চাটখিল থেকে এক সন্ত্রাসী গ্রেপ্তার।
নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।
বুধবার ৯মে আসামি কে অস্ত্র আইনে মামলা মাধ্যমে জেল কারাগার পাঠানো হয়েছে।
© Deshchitro 2024