গাজীপুরে সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে- মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।


গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন গাজীপুরে সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ ব্যাপারে আশ্বস্ত হতে চান। 

আর ইভিএমে যদি ভোট হয় তাহলে বিগত রংপুর সিটি নির্বাচনে ইভিএম ব্যবস্থাপনায় যে সংকট তৈরি হয়েছিল তা নিরসন সহ জনগণের কাছে সিস্টেমিক বিষয়গুলো তুলে ধরা এবং কেন্দ্রগুলোতে ইভিএমের মনিটরিংয়ের দায়িত্বে যে সকল প্রিজাইডিং অফিসার থাকবে তাদের পরিচয় আগেই প্রকাশ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার এর প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডঃ আজমত উল্লা খান।  জাতীয় পার্টির মোনোনীত মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।  স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন এডঃ জাহাঙ্গীর আলম এর মা মেয়র প্রার্থী জায়েদা খাতুন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃ বৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024