|
Date: 2023-05-10 21:30:07 |
জামালপুরে বন্ধুর ছুড়িকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু.......
জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৭) নামের এক আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে গতকাল রাত সাড়ে ১০টায় অভিযুক্ত বন্ধু চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হাবিলের বাবা রাতেই সদর থানায় মামলা করেন। নিহত হাবিল পেশায় রংমিস্ত্রি। তিনি শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় মেথরপট্টিতে মদ খেতে যান দুজন। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়েচাঁন মিয়ার মা-বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হাবিল । এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শহিদুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাতনামা এক রোগী আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ওনার জীবিত থাকার লক্ষণগুলো পালস, ব্লাডপ্রেসার কিছুই নেই। পরে ইসিজি করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, সন্ধ্যায় হাবিলের এক সহকর্মী রংমিস্ত্রি চাঁন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়ার মাকে গালাগালি করে হাবিল। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে হাবিলের মৃত্যু হয়। চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মোঃ কবির হোসেন
জামালপুর জেলা প্রতিনিধি
মোবাইল নাম্বার -০১৭৬৫৪৭৯৮৭৬
১০/০৫/২০২৩
© Deshchitro 2024