মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ- জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা ৩নং ওয়ার্ড বলার দিয়ার গ্রামে ৪নং উওর বলার দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মোবাইল লুডু খেলাকে কেন্দ্র করে  রাহাত(২০) হাতে রিফাত (১৭) খুন। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  পরিবারসূত্রে জানা যায়, রিফাত মিয়া আশরাফ পাগলের একমাএ ছেলে। সংসারের অভাব এবং তার পড়াশুনার খরচ চলাতে তা মা ঢাকা গার্মেন্টস এ চাকরি করে।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  তারা উভয়ে মিলে গত বুধবার বিকেলে বলার দিয়ার ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে জুয়া খেলতে ছিল। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

মার খেয়ে রিফাত তার বাড়ী চলে আসে। এ নিয়ে দু'পরিবারে উত্তেজনার সৃষ্টি হয়।  বিষয়টি মিটিয়ে ফেলতে বুধবার রাতেই  রাহাতের মা আফরুজা বেগম রিফাতের দাদা রসুল শেখের কাছে যান। তাদের আলাপচারিতা চলাকালে রাহাত সেখানে গিয়ে উপস্থিত হয়। এতে রিফাত ও রাহাতের মধ্যে ফের ঝগড়া বেধে যায়। এ সময় রাহাতের মা রিফাতকে থামানোর চেষ্টা করছিলেন। এরমাঝে রাহাত একটি কাঠের পিঁড়ি দিয়ে রিফাতের মাথায় স্বজোরে আঘাত করে। এতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে পরিবারের লোকজন রিফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরেরদিন বৃহস্পতিবার ভোরে রিফাত গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দিগপাইত এলাকায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠাতে থানায় নিয়ে আসে।  এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি ( তদন্ত) আব্দুল মজিদ জানান, মোবাইলে লুডু খেলা নিয়ে রিফাত খুন হয়। ঘটনাস্থল থেকে রিফাতের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমাদের এলাকায় কিছুদিন পর এই জুয়াকে কেন্দ্র করে মারামারি হয়ে থাকে। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে দূত হস্তক্ষেপ কামনা করছি। যাতে জুয়া খেলা বন্ধ হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024