নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তাশিক (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।


তাশিক একই ওয়ার্ডের এয়ার আলী ব্যাপারী বাড়ির ইসমাইলের ছেলে।


স্থানীয় ইউপি সদস্য আহসান উল্যাহ্ ভূট্টো জানান, তাশিক বাক ও শারীরিক প্রতিবন্ধি। বুধবার ১০টার দিকে সে বাড়িতে এদিক সেদিক ছোটাছুটি করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম জানান, হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024