|
Date: 2023-05-11 10:18:36 |
কুষ্টিয়ার খোকসাতে প্রায় দুই বছর ধরে একটি পরিবারকে একঘরে করে রেখেছে সমাজপতিরা। যতই দিন যাচ্ছে ততই ওই পরিবারকে গ্রামের সবকিছু থেকে বিরত রাখার জন্য গ্রামের কতিপয় মাতব্বররা প্রতিনিয়তই জারি করছেন নতুন নতুন নিয়মকানুন। এতে করে ভীতি ও অসহায় জীবনযাপন করছে ওই পরিবার।
উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের কানু ভাস্কর ও বিশ্বজিতের পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে ওই গ্রামের মাতব্বর সুভাস ও সুব্রত বিশ্বাস।
ভুক্তভোগীরা জানায়, তার নিজ বসতবাড়িতে ডাকাতির ঘটনায় থানার অভিযোগ দেয়াকে কেন্দ্র করে তাদেরকে একঘরে করে রাখা হয়েছে।
অভিযুক্ত সুভাস মাতব্বরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ খোকসা উপজেলার শাখার সাধারণ সম্পাদক নারায়ণ মালাকার এধরণের অপ্রত্যাশিত ঘটনার দু:খ ও নিন্দা প্রকাশ করে দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দেন।
এবিষয়ে কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড জয়দেব বিশ্বাস জানান, তিনি পারিবারিক কাজে দেশের বাইরে ছিলেন। ঘটনাটির জন্য দু:খ প্রকাশ করে বলেন, সমস্যা থাকলে সমাধান আছে। একঘরে কোন সমাধান হতে পারে না। দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দেন তিনি।
© Deshchitro 2024