|
Date: 2023-05-11 10:44:44 |
বর্তমান সময়ের সব চেয়ে বেশি অবহেলিত প্লেয়ারদের মধ্যে একজন রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পর পর দুই সিরিজের স্কোয়াডে জায়গা হয় নি তার।
তবে কি কোন অশুভ শক্তি এর পিছনে কাজ করছে। কিন্তু রিয়াদ চলতি ডি,পি,এল মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন। টানা তিন ম্যাচে তিন ফিফটি তুলে নিয়েছেন।তার পরে ও চলতি মে মাসে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে ১৪ জনের স্কোয়াডে জায়গা হয়নি।অথচ চলতি ডি, পি,এল এ ইয়াসির আলী চৌধুরী (রাব্বি) ম্যাচের পর ম্যাচ ফল্প হয়ে কিভাবে স্কোয়াডে জায়গা হয়। নিশ্চিত এর পিছনে কোন অশুভনীয় শক্তি কাজ করছে।
© Deshchitro 2024