চট্টগ্রাম  নগরীর পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠগড়  এলাকায়   পুকুরে ডুবে  ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

 বৃহস্পতিবার  ( ১১মে)  সকালে   ৪০নং উত্তর পতেঙ্গা ৩ তলা মসজিদের পাশে  মুছা কন্ট্রাক্টরের বাড়ির  পুকুরে দুই শিশু পকুরে ডুবে গেলে 

 প্রতিবেশীরা তাদের উদ্ধার করে  নৌবাহিনী  হাসপাতাল চিকিৎসার জন্য আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া শিশু ২জন হচ্ছে পূর্ব কাঠগড়, মোছা কন্টাক্টের বাড়ী নিবাসী 

 ১ / রিসবান সালেহ আরিশ ,   পিতাঃ মোঃ নাছির উদ্দীন, ২/ ফায়রুজ উলফাত ওয়াজিহা ,   পিতাঃ মোঃ নেজাম উদ্দিন। তারা সম্পর্কে  চাচাতো ভাই - বোন।  তাদের এই মৃত্যুতে  ঐ এলাকায় শোকের মাতম চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024