|
Date: 2023-05-11 20:05:40 |
বিএমএসএস-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ প্রথিতযশা সাংবাদিক জনাব সাথী তালুকদার কে দায়িত্ব প্রদান করা হলো। তিনি সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠালগ্ন থেকে অভিভাবক সংগঠনে জড়িত হিসেবে রয়েছেন।
আশাকরি, তিনি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার উপর অর্পিত নতুন দায়িত্ব পালন করবেন।
১০ মে ২০২৩ইং. সন্ধ্যা ৭ টায় কার্যনির্বাহী পর্ষদ ও কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয় যে- বিএমএসএস যেহেতু সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটিভ সহযোদ্ধাদের নিয়ে পথ চলা রাজপথের সংগঠন; সেহেতু জনাব হায়দার আলী দীর্ঘদিন যাবত তার ব্যক্তিগত ব্যস্ততায় সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পূর্ণ অনুপস্থিত থাকায় তাকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে বাদ দেয়া হলো। তিনি আজ থেকে চাইলে সাধারণ সদস্য থাকবেন। পরবর্তীতে গতিশীল হলে নতুন পদবী নির্ধারণ হবে।
হায়দার আলী -এর স্থলে শূণ্য পদ সাপেক্ষে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন "কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান" পদে জনাব সাথী তালুকদার কে -দায়িত্ব প্রদান করা হলো।
© Deshchitro 2024