|
Date: 2023-05-12 00:48:33 |
কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার ধানক্ষেত থেকে বৃহস্পতিবার(১১ মে) বিকেলে উখিয়া থানা পুলিশ অজ্ঞাত হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- সড়কের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে একটি লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। তার শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ বলছে, নিহতের পেটের নাভীর পাশে দুর্বৃত্তরা ছুরি মেরেছে। তার হাত-পা বাঁধা মুখে ও হাতে কালো রঙ লাগানো।
উখিয়া থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ছুরি লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। ঘটনাস্থলে সিআইডি পিবিআই টিম রয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।”
© Deshchitro 2024