|
Date: 2023-05-12 09:53:37 |
হবিগঞ্জ সদর উপজেলায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবল সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক মমিনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার পুলিশ কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ হবিগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সুনামগঞ্জের ইদুরকোণা গ্রামের সামছুল হকের ছেলে তিনি। গ্রেফতার অন্য চারজন হলেন, বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের মুখলেছুর রহমান অপু, সালমান মিয়া, সামছুল হক, নুরুল হক। এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024