বগুড়ার সারিয়াকান্দিতে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহঃবার সকালে উপজেলার পৌর এলাকার ডিলার জাহিদুল ইসলামের চালের দোকানে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মন্টু, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, উপজেলা ওসিএলএসডি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মুহাঃ আনিসুর ইসলাম প্রমুখ।
সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্যমতে, উপজেলার পৌর এলাকার ৩ জন ডিলার সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ৩০ টাকা কেজি দরে  চাল বিক্রি করবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। ৩ জন ডিলারকে ৬ টন করে সর্বমোট ১৮ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিজন ডিলার ১ দিনে ২ টন করে চাল বিক্রি করতে পারবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024