|
Date: 2023-05-12 17:41:39 |
কুড়িগ্রামের উলিপুরে থেতরাই আব্দুল জব্বার কলেজের টিনশেড একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১২ মে সকাল ১১ টায় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন কলেজ সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোটার সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
জানা যায়, উপজেলার থেতরাই ইউনিয়নের একাডেমিক অনুমোদন প্রাপ্ত থেতরাই আব্দুল জব্বার কলেজে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধিনে ১২ লক্ষ ২২ হাজার টাকা ব্যায়ে টিনশেড ভবনের নির্মান কাজ করা হচ্ছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আব্দুল হামিদ মাষ্টার, হাফিজুর রহমান সেলিম, সিরাজুল ইসলাম মাষ্টার সহ এলাকার গণ্যমান্যব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
© Deshchitro 2024