আসন্ন রাজশাহী  সিটি করপোরেশন নির্বাচনে নিজ ওয়ার্ডবাসীকে একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চান সাবেক বাসের মেম্বারের সুযোগ্য পুত্র ও ১৮ নং ওয়ার্ড  কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ  রনি। 


গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডবাসী আধুনিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে  চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমি এবার  নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। আমি যদি এবারের নির্বাচনে কাউন্সিলর হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।

ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স বসানো হবে এবং অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে। যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত সমাজ গড়বো। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অসহায় মানুষদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করবো।

এছাড়া আমাদের ১৮ নং ওয়ার্ডের দক্ষিণ ও উত্তরে দুইটি কাউন্সিলর কার্যালয় স্থাপন করা হবে বলেও  প্রতিশ্রুতি দেন কাউন্সিলর প্রার্থী রনি।

মোহাম্মদ রনি ১৮ নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া প্রত্যাশী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024