আশাশুনিতে সরকারি উদ্যোগে খোলা বাজারে (ওএমএস) এর চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় বুধহাটা ইউনিয়নের চাপড়া বাজারে (বাস স্ট্যান্ড) বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের ব্যবস্থাপনায় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ওএমএস কমিটির সভাপতি মোঃ ইয়ানুর রহমান। এসময় উপস্থিত ক্রেতাদের মাঝে ৩০ টাকা কেজি মূল্যে প্রত্যেকের কাছে ৫ কেজি করে চাউল বিক্রয় করা হয়। উদ্বোধনকালে কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জয় রায়, উপজেলা সদর খাদ্য গুদামের ওসিএলএসডি উত্তম কুমার ভক্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিক্রয় কেন্দ্র থেকে সপ্তাহে (শনিবার থেকে বৃহস্পতিবার) ৫দিনের প্রতিদিন ২ মেঃ টন করে চাউল বিক্রয় করা হবে। আগামী রবিবার আশাশুনি সদর ইউনিয়নে আরেকটি কেন্দ্রে চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024