লক্ষ্মীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে যুব উন্নয়ন সংলগ্ন লক্ষ্মীপুর-মৌজুচৌধুরীর হাট হাইওয়ে সড়কে আজ বিকেল ৪ টায় অটোর সাথে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে অটো ড্রাইভার সহ ৩ মোটরসাইকেল আরহী গুরুতর আহত হয়েছে। 


আহত অটোরিকশার ড্রাইভার মো: বাচ্চু সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বাসিন্দা। সংঘর্ষে আহত মোটরসাইকেল আরহী ১/মিরাজ হোসেন আফছার ,পিতাঃ আবুল খায়ের,পশ্চিম লক্ষ্মীপুরের জমাদার বাড়ি,২/নিফাজ,পিতারঃ খোকন,গ্রামঃনন্দনপুর এবং ৩/সিপাত একই এলাকার ছেলে এবং মিরাজ ও সিপাতের বন্ধু। 


স্থানীয় সূত্রে জানা যায়,২ মোটরসাইকেল আরহীর উচ্চ গতি সীমার কারনেই কনট্রোল হারিয়ে অটোর সাথে সংঘর্ষ হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। 


১ মোটরসাইকেল আরহী গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়।বাকিদের এখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024