|
Date: 2022-09-01 14:22:33 |
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব নজরুল ইসলামের পাক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণ-সংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনভর উপজেলার ৬টি ইউনিয়নে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ঃ ইউপি চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড. শাহনাজ পারভিন মিলি, জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, ইউপি সদস্যদের মধ্যে আলোচনা রাখেন, প্যানেল চেয়াারম্যান শাহিনুর ইসলাম, সিরাজুল ইসলাম, মঙ্গল চন্দ্র মন্ডল, তারিকুল আওয়াল সেজে, মহানন্দ মন্ডল প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুল্যা ইউনিয়ন পরিষদ ঃ ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ আঃ রশিদ, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, নজরুল ইসলাম, আঃ কাদের গাজী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, জেলা পরিষদের সাবেক সদস্য রোকেয়া মোসলেম উদ্দীন, মহিতুর রহমান, সঞ্জয় কুমার দাশ প্রমুখ।
দরগাহপুর, শ্রীউলা, বুধহাটা ও শোভনালী ইউনিয়ন পরিষদ ঃ দরগাহপুরে চেয়ারম্যান শেখ মিরাজ আলি, শ্রীউলায় চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, বুধহাটায় চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও শোভনালী ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক গণ সংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ অংশ নেন ও আলোচনা রাখেন।
জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম উন্নয়নের ধারা ধরে রাখার জন্য ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও ১৭ অক্টোবর’২২ জেলা পরিষদের নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন এবার নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তথা ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে জেলা পরিষদের অনুদানের প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় উপাসনালয় গুলোর প্রতি বিশেষ নজর রাখবো। বিগত দিনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি সব সময় আপনাদের পাশে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছি। আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়ে সাতক্ষীরা জেলাকে একটি আধুনিক ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
© Deshchitro 2024