|
Date: 2023-05-12 21:46:54 |
নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের 'বান্দুরা সেন্ট্রাল হাসপাতাল' এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মোঃ গিয়াস উদ্দিন (৪৫) নামক একজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এই প্রাণঘাতী ভুয়া ডাক্তার ময়মনসিংহ সদরের বাসিন্দা। এই ছদ্মবেশধারী ডাক্তারের কোন এমবিবিএস ডিগ্রী নেই। তিনি সকল রোগের চিকিৎসা দেন।
থাইরয়েডের বিশেষজ্ঞ না হওয়া স্বত্তেও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। তিনি একাধারে দাতের অপারেশন করেন, গেস্ট্রোলিভারের রোগী দেখেন। অন্যান্য অপারেশন, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্রে লিখে দেন এবং সেমতে চিকিৎসা দেন। এমবিবিএস ডিগ্রী ও বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন না থাকা স্বত্তেও ডাঃ পদবি ব্যবহার করেন। সাধারণ মানুষকে প্রতারণার জন্য ভুয়া ডাক্তার গিয়াস উদ্দিন এসব পদবি নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন।
গত এক বছর ধরে তিনি এখানে বিভিন্নভাবে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এই ভুয়া ডাক্তারকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।জেলা প্রশাসক, ঢাকা মোহাম্মদ মমিনুর রহমান এর দিকনির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এসময় ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা উপস্থিত থেকে এই ভুয়া চিকিৎসককে চিহ্নিত করে দিয়ছেন
© Deshchitro 2024