|
Date: 2023-05-12 21:57:44 |
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ‘ক’ ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ছিলো ৯২.০৩ শতাংশ।
আজ শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুর পূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় তাঁরা শিক্ষার্থীদের খোঁজও খবর নেন।
রাজধানীর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৫৭১ জন। মোট উপস্থিত ছিলো ২৩৬৬ জন। অনুপস্থিত ছিলো ২০৫ জন। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। সকল ব্যবস্থাপনা ভালো ছিলো।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকল নিরাপত্তা নিশ্চিত করা ছিলো।সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি।কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১ টি।
© Deshchitro 2024