|
Date: 2023-05-12 22:42:28 |
শার্শায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।এসময় একটি ডায়াং মোটরসাইকেল জব্দ করে তারা।
শুক্রবার (১২ই মে)সন্ধার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের ত্রিমোহনী পাওয়ার হাউজের সামনে থেকে এ ফেন্সিডিল উদ্ধার করে শার্শা থানার পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক মাদক কারবারি মোটরসাইকেলে করে মাদক নিয়ে যশোরের দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ মাদক কারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।এসময় মোটরসাইকেলের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে থাকা ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024