রাজশাহীর বাঘায় স্বামীর উপর অভিমান করে স্ত্রী পাপিয়া বেগম (৩২) আত্মহত্যা  করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সে নিজ ঘরের তীরের সাথে দঁড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা  করে। পাপিয়া বেগম উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার নজরুল ইসলাম সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হন। এরপর স্বামীর অনুপস্থিতিতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্বার করে। পরে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

বাঘা থানর তদন্ত ওসি আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। #


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024