◾সুখি মানুষ◾

এ কে রিজওয়ান



যদি সুখি মানুষ দেখতে চাও
রনির বাড়ি চলে যাও,
কোথায় বাড়ি?
কোন দেশেতে এটা সবাই জেনে নাও।



বাঁধের উপর তাদের বাড়ি
ছেড়া কাপড়! ত্যানা কাপড়!
চালে পুরান টিন ;
তাদের ঘটনা লেখতে গেলে
লাগবে অনেক দিন।



তাদের বাড়ির ফলের গাছের
তলায় যে-জন বসে!
মনের গানের মধু ধুলায়;
তাদের মন ভাসে।


রাজার যেমন ভয় আছে
রাজ্য কখন চলে যায়!
রনিদের ভয় নাই গো
তারা শ্রেষ্ট রাজা হয়।



ঘরের বেড়ায় ছেড়া কাপড়
চালে পুরান টিন;
তাদের ঘরে আলো ঢুকে
রাত আর দিন।



রনিরা গরিব মানুষ
পরিশ্রম করে খেতে হয়!
তারা মানুষের কাছে
অনেক কারণে নিন্দা হয়।



পরিশ্রমের কারণে তারা
এখন বড় কিছু হচ্ছে বা হয়।
তাদের অনেক ঘটনা আছে ভাই
লেখতে চাইলে কলমের কালি নাই।



রনি আমার বড় ভাই
ভাইয়ের কিছু গল্প ;
তাই তোমাদের জানাই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024