|
Date: 2023-05-13 18:40:30 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে সুদীপ্ত মিস্ত্রি (৯) ও বৃষ্টি রানী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
শনিবার (১৩ মে) দুপুর ১ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুদীপ্ত ওই গ্রামের সুধীর চন্দ্র মিস্ত্রির ছেলে ও বৃষ্টি সুধীরের ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে।
মৃত শিশুদের স্বজন ও স্থানীয়দের কাজ থেকে জানা যায়, ঘটনার সময় ওই দুই শিশু তাদের বাড়ীর পশ্চিম পার্শ্বে খালে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ সময় হলেও তারা খাল থেকে না উঠায় শিশু সুদীপ্ত মিস্ত্রির মা তাদের খুঁজতে খাল পাড়ে যায়। সেখানে তাদেরকে না দেখে ডাক-চিৎকার দিলে তাদের চাচা (জ্যাঠা) সুনীল মিস্ত্রি এসে খালে নেমে অনেক খোঁজাখুজি করে ডুবন্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে। পরে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহরাব হাওলাদার মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024