কাঁছিটান খেলা গ্রামীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে থাকা আমাদের সংস্কৃতির এক অংশ। একসময় গ্রাম বাংলার প্রতিটি এলাকাতেই এই খেলার আয়োজন হত ঢাক ডুল পিটিয়ে। গ্রামের সহজ সরল মানুষের বিনোদনের মাধ্যম ছিল এই খেলা। আধুনিকতার ছোয়ায় আজ যা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।


গ্রামীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নরসিংদী জেলার শিবপুরে আয়োজন করা হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁছিটান (রশিটান) খেলার। শনিবার (১৩ মে) উপজেলার বাঘাব ইউনিয়নে আয়োজন হয় এই খেলার। বাঘাব ইউনিয়নের আক্রাশাল মডেল বাজার ও যুব সমাজের উদ্যোগ আয়োজিত এই খেলা শুরু হয় বিকেলে।


গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সাংসদ জনাব জহিরুল হক ভূইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মু্হসীন নাজির, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা আওয়ামিলীগ। উক্ত খেলার উদ্বোধন করেন সামসুল আলম ভূইয়া রাখিল, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামিলীগ। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা আজ হাড়িয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজনকে সাধুবাদ জানাই। আর দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়ন পর্যায়ে জনগণের কথা চিন্তা করে বিনামূল্যে ঘর প্রদানের আওতায় প্রত্যেক গৃহহীন কে ঘর উপহার দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে তাকে আবারও নির্বাচিত করুন।


পরে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জহিরুল হক ভূইয়া মোহন, এমপি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024