শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার। ১১ মে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রথমে সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী থানা পরে নলকুড়া ইউনিয়ন পরিষদ, জোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, টিআর, কাবিখা, এডিপির আওতায় উন্নয়ন প্রকল্প ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ও দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আসিফ রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালে তিনি উন্নয়নমূলক কর্মকান্ডসহ দপ্তরগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024