জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ট্রাকে করে গরুচুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে পালাতে গিয়ে অজ্ঞাত পরিচয়ে চোরের মৃত্যু৷

উপজেলার কড়ুইচুরা ইউনিয়নের মহিষবাথান গ্রামে গতকাল আনুমানিক রাত ৩টার সময় এ ঘটনা ঘটে৷ গরুর মালিক শ্যামল মিয়া জানান, গতরাতে আমার গরু দুইটি চুরি হয়, তারপর আমি চিৎকার ও ডাকাডাকি শুরু করি পরে জানতে পারি উত্তর পড়ার লোকজন ট্রাকটি আটকানোর চেষ্টা করলে পালাতে গিয়ে অজ্ঞাত পরিচয়ে একজন গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে যায়, এবং ট্রক ড্রাইভার কে গণধোলাই দিয়ে আটক করে সেই জায়গার জনগন৷এ ঘটনায় একজন পালাতক রয়েছে৷ আহত ট্রাক ড্রাইভার যশোর জেলার তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলীর ছেলে মুকুল মিয়া (৩১)

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং চুরি হওয়া গরু ও চুরির কাজে ব্যাবহার করা ট্রাকটি জব্দ করি এবং আহত দুইজনকে চিকিৎসার জন্য জামালপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয়ে একজনকে মৃত ঘোষণা করেন৷ ট্রাক ড্রাইভার মুকুল মিয়া জামালপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024