|
Date: 2023-05-13 22:45:37 |
ঘূর্ণিঝড় 'মোকাহ' এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয় আজ ১৩ মে শনিবার বেলা ৪ টায় এ সময় তিনি আসন্ন ঘূর্ণিঝড় "মোকাহ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক প্রস্তুতি তুলে ধরার পাশাপাশি দুর্যোগ কালীন সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহন করার জন্য সবাইকে আহবান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল শেখ হাসিনা সেনানিবাস ক্যান্টনমেন্ট, জনাব মোঃ হাবিবুর রহমান, এসজিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।
© Deshchitro 2024