*স্বপ্ন রা উকি দিচ্ছে *

আবু তালিব হোসাইন মিঠু 


তোমায় নিয়ে মনের খাতায় 

লিখেছি অনেক কবিতা । 

যেনো আমার দু-চোখে সারাক্ষন ভাসে 

তোমার সুন্দর ছবিটা ।


চৈত্রের প্রখর রৌদ্রে যেমন 

আশির্বাদ হয়ে আসে বৃষ্টি ।

আমার জীবনের জন্য তুমি 

বিধাতার নিখুঁত সৃষ্টি ।


পিপাসার্ত মন পানি পেলে যেমন 

খুশিতে আত্নহারা।

আমার জীবন ভাবতে পারিনা  

এখন তোমাকে ছাড়া ।


সহধর্মিনী তুমি আমার 

চির জীবনের সাথী । 

আমার অন্ধকার মনে তুমি 

যেন আলোর বাতী । 


সারা জীবন তোমার সাথে তাই 

পার করিবার ইচ্ছে ।

ধীরে-ধীরে নতুন করে 

স্বপ্ন রা উকি দিচ্ছে ।


ইতালী, নাপলী 

Abutalibmithu@yahoo.com

+393203234301

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024