গত ১সেপ্টেম্বর বৃহসপতিবার বিকাল ৩টায় আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের হলরুমে আগামী ৩সেপ্টম্বর অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বাংলা ১৪২৯ সনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত এ্যাড হাজী মোঃ সাইফুল ইসলাম-১ - এ্যাড সারোয়ার আহমেদ বাবু প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে পরিচিতি সভায় পিপি এ্যাড রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন সিনিয়র এ্যাড.সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মিয়া।অন্যান্য বিশেষ অথিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এ্যাড বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম -৩ এ্যাড আমিনুল ইসলাম তুফান, এ্যাড বেলাল হোসেন,এ্যাড আবু বক্কর সিদ্দিক ২,এ্যাড.আতাউর রহমান আতা, এ্যাড অনিমেষ রায়,এ্যাড রঞ্জিত সহ আরো অনেকে।প্রধান অথিতি সাবেক সংসদ সদস্য সিনিয়র এ্যাড আব্দুল লতিফ মিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের সভাপতি এ্যাড হাজী মোঃ সাইফুল ইসলাম ১ ও সাধারন সম্পাদক এ্যাড সারোয়ার আহমেদ বাবু সহ বক্তারা বলেন বিগত দিনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির কার্যক্রম পরিচালিত হয়েছে দুটি ভিন্ন মতালম্বির পথপ্রদর্শক ব্যক্তির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে।তারা নিজেদের স্বার্থ রক্ষার্থেই এপথ অবলম্বন করেছে।তেলে আর জলে কখনো মিশ খায় না উদৃতি দিয়ে বক্তারা বলেন এ্যাড একরামুল আমিন -এ্যাড তৈহিদুল হক সরকার সমর্থিত প্যানেল আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করেনা।বিগত দিনে এরা নিজেদের স্বার্থ রক্ষার্তেই বেতি ব্যস্ত থেকেছে আবারও ক্ষমতায় আসলে নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকবে।আইনজীবীদের উন্নয়ন হবে না।বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বঙ্গবন্ধুর আদর্শে গড়া পরিষদ ।তাই আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে গড়া স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহোযোগিতার হাতকে শক্তিশালী ও বেগবান করার আহবান জানান বক্তারা।বক্তব্য শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধান অথিতি সাবেক সংসদ সদস্য এ্যাড আব্দুল লতিফ মিয়া।প্রার্থীরা হলেন যথাক্রমে সভাপতি পদপ্রার্থী হাজী মোঃ সাইফুল ইসলাম১,সহসভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক- ২,ও আজফার হোসেন চৌঃ( বঙ্গবাবু),সাধারন সম্পাদক সারোয়ার আহমেদ বাবু, সহ ষাধারন সম্পাদক রাবেয়া ফেরদৌস (রুশী)ও অপূর্ব রায়, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদা বেগম, সমাজ কল্যান ও ধর্মীয় সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন- ২,পাঠাগার সম্পাদক মোঃ মাসুদ রানা-১,সদস্য বনবীর চন্দ্র রায়, মোঃ আরিফ ইকবাল হাসমী,মোছা রুনা লায়লা,মোঃ ফয়সাল ইবনে হাবিব ও মোছাঃ মিনারা ইসলাম।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এপিপি এ্যাড পারভেজ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান
© Deshchitro 2024