গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। 


রোববার (১৪ মে) সকালে আটটায় দিকে ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। 


ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।




পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পরনের জিন্স প্যান্ট ও কালো রংয়ের জামা রয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় সনাক্ত করা যায়নি। 


জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024