|
Date: 2023-05-14 14:54:22 |
হোক না আমার তোমার
আয়েশা সিদ্দিকা হ্যাপি
হোক না আমার তোমার
একটা পৃথিবী
একটা বেঁচে থাকার ইচ্ছে
অনেক ভালোবাসা
ভালোলাগার এক নতুন অনুভূতি
যা ফুরানোর নয়
শীতের সকালের কুয়াশার মতো
থাকবে সে ঘোর সারাক্ষণ।
শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস, ভরষা
সব সময় থাকবে অফুরন্ত।
হোক না আমার তোমার
একটা পৃথিবী
যে-ই পৃথিবীতে থাকবো আমি তুমি
চলোনা না হয় চোখে
চোখ রেখে কাটিয়ে দিব
তোমার আমার একটা পৃথিবী।
হারিয়ে যায় দু'জন দুইজনের মাঝে
কোনো এক বৃষ্টি ভেজা দিনে
তোমার সব আবদার পূরণ করবো
আমি দিনে না হয় রাতে।
হোক না আমার তোমার
একটা পৃথিবী
কোনো এক বিকেলে না হয়
তোমার হাত ধরে একটু হাঁটি
তোমার চোখ দিয়ে ঘুরে আসি
একটা সুন্দর আমার তোমার পৃথিবী।
চলো সমুদ্রের ধারে গিয়ে একটু বসি
তোমার কাঁধে মাথা রেখে
বিশ্বাসের চোখটা বন্ধ করি।
চলো তোমার স্বপ্ন গুলোকে
আমি সারাজীবনের জন্য আমার করেনি
হোক না আমার তোমার
একটা পৃথিবী।
© Deshchitro 2024