দিনাজপুরে মধ্য রাতে একটি গরুর খামারে কর্মীদের অস্ত্র দেখিয়ে ১৪টি গরু ডাকাতির ঘটনায় ডাকাতি কাজে ব্যাবহৃত ট্রাকসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ ।রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।


আটককৃতরা হলেন শাহ আলম,মামুন ড্রাইভার,সুমন দাস বয়স্ক,সবুজ ইসলাম,ফরিদুল ইসলাম অরফে অড়িয়া ফরিদ ।তারা সকলে আস্তজেলা ডাকাত দলের সদস্য ।


গত ১৮ মার্চ মধ্যরাতে,দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে অস্ত্র দেখিয়ে ডেইরি ফার্মের কর্মীদের হাত পা বেধে ডাকাতির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে,পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযানে নামে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন,কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম,ওসি তদন্ত গোলাম মাওলা শাহসহ পুলিশের একটি ইউনিট ।এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় ঝটিকা অভিযানে দুটি ধাপে বিভিন্ন জেলা থেকে মোট ৮জন ডাকাত গ্রেফতার হয় ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024