শেরপুরে টিভি থেকে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সময় খাদিজা খাতুন (২৫) বছর বয়সের এক গৃহবধূ নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খানপুর ইউনিয়নের ভিমজানি স্কুল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত খাদিজা ওই এলাকার রানা মাহমুদের স্ত্রী।

নিহতের স্বামী রানা মাহমুদ জানান, ডিস লাইনের একটু সমস্যা দেখা দেয়। 


এজন্য ডিস লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করে। আবার সংযোগ দেওয়ার সময় ওই ডিস লাইনের সংযোগের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024