|
Date: 2023-05-14 22:12:03 |
◾মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
আজ ১৪ মে "মা দিবস"। মা দিবস হলো পৃথিবীর সকল মাদের প্রতি সম্মান প্রদর্শনের বিশেষ দিন। পৃথিবীতে সকল কিছুর মূল্য পরিশোধ করা হলেও মায়ের ভালোবাসা, স্নেহ,মাতৃত্ববোধের কখনো দাম দেওয়া সম্ভব নয়। তাই এ অমূল্য সম্পর্ককে সম্মান জানাতে পৃথিবীব্যাপী মা দিবস পালনের ইতিহাস রচিত হয়েছে।
জুলিয়া ওয়ার্ড হোই রচিত "মা দিবসের ঘোষনাপত্র" মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস পালনের ঘোড়ার দিকের প্রচেষ্টাগুলির মধ্যে অন্যতম। ১৮৭০ সালে আমেরিকান গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধের নৃশংসতার বিরুদ্ধে হোই-এর রচিত মা দিবসের ঘোষনাপত্রটি একটি শান্তিকামি প্রক্রিয়া। এরপর থেকে বিশ্বজুরে মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন হয়ে আসছে। তারই ধারা বাহিকতায় বাংলাদেশেও বিশ্ব মা দিবস পালিত হয়ে আসছে।
নেত্রকোণার কলমাকান্দায় আজ রবিবার( ১৪ মে) যথাযোগ্য মর্যাদায় মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার মায়েরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মীম।
© Deshchitro 2024