টাঙ্গাইলের মির্জাপুরে আজ ১৪ মে ( রবিবার) মির্জাপুর প্রেস ক্লাবে , প্রেস ক্লাব মির্জাপুর এর সদস্য ও সাপ্তাহিক মৌবাজার পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আব্দুল মুমিন এর মৃত্যুতে স্বরনসভার আয়োজন করা হয় । প্রেস ক্লাব মির্জাপুর এই আয়োজন টি করেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১৩৬ মির্জাপুর-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ ।



স্বরনসভায় খন্দকার আব্দুল মুমিন এর এক মাত্র কন্যা উপস্থিত ছিলেন । মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ পিতা মাতা হারানো এতিম এই মেয়ের সকল দায়িত্ব নেন ।  সভায় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ জনাব আবু সালেহ মাসুদ করিম এবং প্রেস ক্লাব মির্জাপুর এর বিভিন্ন নেতৃবৃন্দ  । উক্ত সভায় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024