নোয়াখালীর-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক )  সংসদ সদস্য  আলহাজ্ব মোরশেদ আলম এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ। 


রোববার (১৪ মে )  কতিপয় সুবিধাভোগী লোক তৃণমূল আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভার নামে গত শনিবারে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  নোয়াখালীর-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক )  আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মোরশেদ আলম এর বিরুদ্ধে মিথ্যাচার করায় এর প্রতিবাদে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ। 


এসময় সংবাদ সম্মেলনে উপস্হিত থেকে সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন- সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির,  সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান পাটোয়ারী, লন্ডন প্রবাসী ও আওয়ামী লীগের নেতা আবু আব্বাস চৌধুরী, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন সমুন প্রমুখ ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024