|
Date: 2023-05-15 09:59:39 |
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধ করাতকল পরিচালনার অভিযোগে চার প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জানা যায়, প্রসিকিউশন দাখিকারী উপজেলা বন কর্মকর্তা আবেদনের প্রেক্ষীতে উপজেলার টেবলাই বাজারে মানিক মিয়া মালিকানাধীন স মিল ও বাংলাবাজার এলাকার,সিদ্দিক আলী স-মিল, ইদ্রিস স-মিল, চান মিয়া স-মিল,তোফাজ্জল স-মিলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ১২ দারা মুতাবেক ১০ হাজার করে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা বন কর্মকর্তা খান মুহাম্মদ আনোয়ার হোসেন,বলেন লাইসেন্সবিহীন করাতকল না চালানোর জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা সেই নির্দেশনা মেনে করাতকল পরিচালনা করেনি। অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© Deshchitro 2024