গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে "হক টেলিকম" নামে এক বিকাশ এজেন্টের দোকানে ডুকে আড়াই লাখ টাকা ব্যালেন্সসহ মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।



ঘটনার পর প্রায় ৮ কিলোমিটার দূর থেকে ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি প্রাইভেটকার ও ৭টি মোবাইলসহ তাদেরকে আটক করেছে। 


 

দোকান মালিক নুরুল হক জানান,গতকাল (১৪ মে) রোববার দূপুরে তার দোকানে হঠাৎ করে এক নারীসহ চারজন লোক ডুকে একইসাথে একজন পাঁচশত টাকা বিকাশ করতে বলে,অন্যজন নগদে কিছু টাকা ক্যাস আউট করতে বলে,অপরজন মোবাইল ফোন দেখতে চায়,আরেকজন চার্জার দেখতে চায়।এভাবে তাকে ব্যস্ত রাখার পর এক পর্যায়ে একজন তার মোবাইল ফোনটি নিয়ে দৌড়ে একটি প্রাইভেটকারে আরোহন করে। বাকিরাও সেই গাড়িতে উঠার সাথে সাথেই দ্রূত গাড়ি টা নিয়ে পালিয়ে যায়। 



এ সময় একটি মোটরসাইকেল নিয়ে রানীগঞ্জ টু গাজীপুর সড়কে তাদের পিছু ধাওয়া করে প্রায় ৮ কিলোমিটার দূরে চাঁদপুর বাজারে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্যারিকেট দিয়ে এক নারীসহ চার ছিনতাইকারীকে আটক করা হয় । পরে তাদের কাছ থেকে বিকাশ এজেন্টের মোবাইল ফোনটি উদ্ধার করে দেখা যায়, ইতিমধ্যে সমস্ত টাকা পয়সা ট্রান্সফার করে নেওয়া হয়েছে। পরে পুলিশে খবর দিলে তাদেরকে থানায় নিয়ে আসে। 



আটককৃতরা হলো; শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে আকিল হাসান(২৫) একই উপজেলার দষ্টিপাড়া গ্রামের মহিজুল হেসেন (২৬),দদি মন্ডলের ছেলে সফিকুল ইসলাম (২৮) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী শিবরামপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নিলুফা আক্তার (২০)


এ-বিষয়ে কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক দেশচিত্র কে জানান, আটক কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024