|
Date: 2023-05-15 11:08:50 |
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে পুড়াপুটিয়া (মালিঝিকান্দা) গ্রামের তফাজ্জল হোসেন জীবিত থেকেও কবরের জীবন যাপন করেছেন ৫২ দিন! সভ্য সমাজে মানুষ রুপি অসভ্য জানানোর ডাকাত দলের সদস্যরা টাকার জন্য জীবিত মানুষকে কবরে রেখেছিল ৫২ দিন! সৃষ্টি কর্তার লীলা বুঝা বড় দায়! টাকা পাগল লোক গুলো আজ হাত পেতে টাকা নেয় সেই ৫২ দিন কবরে থাকা লোকটির কাছ থেকেই! ৫২ কবরে থাকা লোকটি আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পুলিশের গর্বিত সদস্য হয়ে দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন! যে জায়গা হতে অপহরণ হয়ে ৫২ দিন কবরে ছিলেন সেই জায়গাতে আজ বাজার প্রতিষ্ঠিত করে লোক সমাগমনের জন্য উদ্যোগ গ্রহন করেছেন! যে জায়গায় অসভ্য মানুষ গুলো এমন কাজ করেছিলো সেই জায়গায় সভ্যতার প্রতিফলন ঘটাতে এবং সভ্য মানুষের সংস্পর্শে এসে অসভ্য মানুষ গুলো প্রকৃত মানুষ হোক এমন প্রত্যাশা তফাজ্জল পুলিশের।
© Deshchitro 2024