|
Date: 2023-05-15 14:11:12 |
বেতন বৃদ্ধি সহ গ্রেড মান উন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা পাইবার জন্য প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) নেতারা। রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি প্রদান করেন সাতক্ষীরা জেলা (সিএইচসিপি) সভাপতি মোঃ আল আমিন ও সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
স্মারকলিপিতে তারা উল্লেখ করে বলেন, ২০১১ সালে ৫,২০০ টাকা থেকে শুরুকরে এপর্যন্ত সর্বসাকুল্যে ১০,২০০ টাকা বেতন পেয়ে আসছেন তারা। বর্তমানে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে পরিবার পরিজন নিয়ে চলা কষ্টকর হয়ে আসছে। সরকারী অনান্য ডির্পামেন্টে বেতন বৃদ্ধি হলেও (সিএইচসিপি) দের তেমন বেতন বৃদ্ধি হয়নি। ফলে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। চলতি বছরে বেতন বৃদ্ধি সহ বেতন গ্রেডমান উন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করেন
© Deshchitro 2024