কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষণের ঘটনায় মোবারক হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৫ মে) ভোরে নিজ বাড়ি থেকে হোসেনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।  জানা যায়, গত ১২ মে বিকাল ৩টার দিকে চর হাজিপুর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুনীকে জোর পূর্বক ধর্ষণ করে একই গ্রামের যুবক মোবারক হোসেন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই তরুনীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষক মোবারককে গ্রেফতার করেন। 


হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024