|
Date: 2023-05-15 20:47:54 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর আলিশারকুল গ্রামে আলফু মিয়ার বাড়িতে আদিত্য ফ্রুডস নামে নকল জুস কারাখানায় এক অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৫ মে) বিকেলে এ অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানের খবর টের পেয়ে কারখানার মালিক কৌশিক বাড়ীর প্রধান ফটক ও কারখানায় তালা মেরে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানায় ওই তালার উপর আরেকটি তালা মেরে জব্দ করে স্থানীয় ইউপি সদস্য বিলাল মিয়ার জিম্মায় চাবি দিয়ে আসেন। বাহির থেকে দেখা যায় কারখানার ভেতরে ৭ টি মেশিন ও বিভিন্ন রকমের বোতল রয়েছে।
এছাড়া কারখানায় নকল ম্যাংগু, লিচি জুস, চানাচুর ও বিভিন্ন রকমের ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করা হতো বলে জানা যায়। এদিকে ভূনবীর চৌমুহনায় এই কোম্পানির মালের ডিলার করিম মিয়ার দোকানে অভিযান চালিয়ে নকল জুস পাওয়া যায়। কিন্তু করিম মিয়াও পালিয়ে যান। পরে করিম মিয়ার গোডাউন জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাড়ির মালিক-কে খবর দেওয়া হয়েছে উপজেলায় আসার জন্য এবং কারখানার মালিক-কে পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024