মাদারীপুর সদর উপজেলায় নছিমন উল্টে মো. শাহীন (৪৫) নামের এক নছিমনচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মো.শাহীন সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকার বাসিন্দা।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন তাঁর নছিমন চালিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। নছিমনটি খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে তিনি নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কে উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়েন শাহীন। তাঁকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



প্রত্যক্ষদর্শী কালাই শেখ নামের এক ব্যাক্তি বলেন, কোনো কিছুর সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়নি। চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি সড়কের ওপরে উল্টে যায়। পরে নছিমনের নিচে চাপা পড়া অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।


মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024