বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী। সেজন্য বিএনপি নানানভাবে অপপ্রচার চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
শনিবার (১৩ মে) দুপুরে শিবচরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মেহনতি মানুষের নির্ভরযোগ্য ঠিকানা। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য সেটা পূরণ হবে।
তিনি আরও বলেন, পদ্মাসেতুর কারণে শিবচরের ভৌগোলিক গুরুত্ব বেড়ে গেছে। এখানে শুরু হয়েছে অনেক মেগা প্রকল্প। পদ্মাপাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এটি হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে দেশ-বিদেশ থেকে মানুষ আসবে, আন্তর্জাতিক মেলা হবে। দেশি-বিদেশি ইভেন্ট, মিটিং হবে নিয়মিত। শিবচরে বঙ্গবন্ধু নভো থিয়েটার ও সাইন্স সিটি নির্মাণ করতে যাচ্ছি। যেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা ও লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।