আসন্ন গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন-২ এর ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে সাবেক সফল কাউন্সিলর পুনরায় বিজয়ের লক্ষে ভোটারদের কাছে দোয়া এবং ভোট চাচ্ছেন।


এর আগে মঙ্গলবার ৯ ই মে ২০২৩ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চশমা প্রতিক নিয়ে জনগনের দ্বারে-দ্বারে প্রচারনা  চালাচ্ছে, মাহমুদা আক্তার (মুক্তি)। এ সময় মাহমুদা আক্তার মুক্তির সমর্থকদের মাঝে আনন্দের ছাপ প্রকাশ পায়। সমর্থকরা বলেন চাওয়াতে যদি পাওয়ায় পরিনত হয় তাহলে আনন্দে আত্মহারা হয়ে উঠবে এটাই স্বাভাবিক।


সাবেক সফল কাউন্সিলর  মাহমুদা আক্তার(মুক্তি) বলেন বিগত দশটি বছর জনগনের কাছে পরিক্ষা দিয়েছি আমি। নতুন করে পরিক্ষা দিতে আসেনি, জনগন আমাকে পেতে বা তাদের কাউন্সিলর কে পাওয়ার- জন্য  সুখ-দুঃখের কথা বলার জন্য ঢাকায় অথবা উত্তরা যাওয়া লাগেনি।আমার ব্যক্তিগত বাসাও আপনাদের জন্য উন্মুক্ত ছিল।


মাহমুদা আক্তার মুক্তি আরো বলেন আপনারা ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগণ জানেন যে আমি ৪,৫,৬ নং ওয়ার্ড এর জন্য কি করেছি বা কি করিনি।বিগত এই দশ বছরে সেটা এই ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগন আপনারাই আমার চাইতে ভালো জানেন।


সুতরাং জনগন ভোট দিবে চশমা মার্কায়, তিনি আরো বলেন  চশমা শুধু আমার মার্কা নয়  চশমা ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগণের মার্কা। মাহমুদা আক্তার মুক্তি  সাংবাদিকদের বলেন কিছু প্রার্থীগন  টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তাই সকল কে সতর্ক থেকে নির্বাচনী প্রচারনা করতে আহবান জানান। 


মাহমুদ আক্তার মুক্তি বলেন টাকা দিয়ে ভোট ক্রয় যায়, কিন্তু মানুষের ভালোবাসা ক্রয় করা যায় না। তিনি আরো বলেন যে যেমন ষড়যন্ত্র  করুক না কেন সৎ পথে থেকে নির্বাচন করলে কেউ আমাকে থামিয়ে রাখতে পারবে না,  নিশ্চয়ই বিজয় অপেক্ষা করছে বলে আশাবাদী। 


মাহমুদা আক্তার মুক্তি জনগণ কে  উদ্দেশ্য করে বলেন তিনি যদি পুনরায় কাউন্সিলর  হিসেবে নির্বাচিত হন তাহলে ৪,৫,৬, নং ওয়ার্ড কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দস্যু দের থেকে উক্ত ওয়ার্ড গুলোকে মুক্ত করবেন। একি সাথে স্মার্ট এবং মানবিক ওয়ার্ড হিসেবে উপস্থাপন করবেন। তাই তিনাকে ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগণের সেবা এবং উন্নয়ন মূলক কাজ করতে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করার আহবান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024