|
Date: 2023-05-16 01:52:02 |
মোঃ আতিকুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আলোকিত মানুষ চাই- এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত কলেজ ছাত্রীদের বইপড়া কর্মসূচির (১ম পর্ব)পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৫ মে সোমবার দুপুরে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ফেরদৌস আলম সরকার। কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. বেল্লাল হোসেন প্রমুখ।
ছবি: অনুষ্ঠানের স্থিরচিত্র।
অনুষ্ঠানে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে পুরস্কার হিসাবে বই ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক জারিগান পরিবেশন করে। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024